
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ প্রফেসার টিটে।
দলটি নিম্নরূপ দেয়া হলোঃ
গোলকিপারঃ এলিসন, হুগো ও নেতো।
সেন্ট্রাল ব্যাকঃ থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দেদে ও ফিলিপ।
ফুলব্যাকঃ ফ্যাবিনহো, ফ্যাগনার, সান্দ্রো ও ফিলিপ লুইস।
মিডফিল্ডারঃ ক্যাসেমিরো, আর্থার, ফ্রেড, আন্দ্রেস পেরেইরা, লুকাস পাকুয়েতা, কৌতিনহো ও অগোস্তা।
ফরওয়ার্ড/স্ট্রাইকার/উইঙ্গারঃ নেইমার, কস্তা, ফিরমিনো, উইলিয়ান, পেদ্রো ও এভারটন।
আর এডারসন, মার্সেলো, আলভেস, জেসুসসের হয়তো বিশ্রামে রেখেছে, কারন প্রতিপক্ষ দুইটা ব্রাজিলের তুলনায় অনেক নরমাল ও ছোট। তাই এ নিয়ে টিটের টেনশনের কিছু নাই, এরা দলে অটো চয়েজ হিসেবেই থাকবে।
আগামী কোপা আমেরিকার জন্য ভালোভাবেই প্রস্তুতি ও পরীক্ষা-নীরিক্ষা চালাবেন প্রফেসার টিটে।
