আগামীকাল প্রিতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে নুপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করবে নেইমার। আগামীকল শনিবার নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অধিনায়ক হয়ে মাঠে নামবে নেইমার। এই ম্যাচের ম্যাধমে ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হিসেবে আর্মব্যান্ড পরিধান করবে এই ফুটবলার।

প্রীতি ম্যাচের আগে নেইমারের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

এর আগেও ব্রাজিলের অধিনায়কের দায়িত্বের ছিলো নেইমার। যদিও বেশি দিন অধিনয়কের দায়িত্ব ছিল না তার কাঁধে।

নতুন করে আবারও দায়িত্ব পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে নেইমার বলেন,‘আমি আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছি। কারণ আমি অনেক কিছু শিখেছি আরো অনেক কিছু শিখবো। এই দায়িত্ব আমার জন্য ভালো কিছু বয়ে আনবে।’

নেইমারের কাঁধে দায়িত্ব দিয়ে দলটির কোচ তিতে বলেন,‘আমার অধিনায়ক পেয়ে গেছি। নেইমারই এখন থেকে আমাদের দলের নেতৃত্ব দেবে।’