অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেরা আবিষ্কার ব্রাজিল স্ট্রাইকার লিংকন  নেইমার, ভিনিজিয়াসের পর এবার ব্রাজিলের উদীয়মান তারকা লিংকনকে তাদের যুবদলে ভেড়াতে দৌড়-ঝাঁপ শুরু করেছে ইউরোপের বড় ক্লাব গুলো।

বিশেষ করে লা-লিগার দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।   বার্সেলোনা লিংকনকে সাইন করাতে একপ্রকার মরিয়া। কেননা রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে লিংকনের ক্লাব সতীর্থ ভিনিজিয়াস জুনিয়রকে তাদের যুবদলে সাইন করাতে সক্ষম হয়েছে।

এবার দেখার বিষয় লিংকনকে কোন ক্লাব টানতে পারে।  ব্রাজিল হলো ফুটবল লিজেন্ডদের তীর্থ ভূমি।ফুটবল লিজেন্ডদের জন্মস্থান। এখানে যুগে যুগে কত যে অসাধারণ ফুটবলারের জন্ম হয়েছে তা গুনে শেষ করা যাবে না। এরই ধারাবাহিকতায় লিংকন আরেকটা সংযোজন। শুভকামনা রইলো লিংকনের জন্য।