
শ্রীলংকার ২৮ বছর বয়সী লেগ স্পিনার ভ্যান্ডারসেকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলংকার ক্রিকেট বোর্ড। সেই সাথে তার বার্ষিক চুক্তির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে সেন্ট লুসিয়ার একটি নাইট ক্লাবে যান ভ্যান্ডারসে এবং তার সাথে যায় আরও তিনজন ক্রিকেটার। সেই তিন জন নির্ধারিত সময়ে হোটেলে আসলেও আসেনি ভ্যান্ডারসে। শুধু তা-ই নয়, পুরো রাতই ছিলেন ঐ নাইট ক্লাবে।
সকাল ভেলা টিম হোটেলে ভ্যান্ডারসেকে না পেয়ে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টে এই বিষয়টি সেন্ট লুসিয়ার পুলিশকে জানায়। এর পর অবশ্য নিজ থেকেই হোটেলে আসেন ভ্যান্ডারসে।
হোটেলে এসে জেফ্রি ভ্যান্ডারসে জানাব, ‘ওরা আমাকে নাইট ক্লাবে একা রেখে এসেছিল। এরপর আমি রাস্তা হারিয়ে ফেলি।’ ওই ঘটনায় ভ্যান্ডারসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে, যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার চলমান হোম সিরিজের টেস্ট দলে জায়গা পাননি তিনি।
আচরণগত কারণে গত বছর ভারত সফরের আগে ঘরোয়া লিগে মাঠে না নেমে বোর্ডের নজরদারিতে পড়েন। সেসময় জেফ্রি ভ্যান্ডারসেকে সতর্ক করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড।
