সময়ের সেরা দলগুলোর মধ্যে ব্রাজিল একটি।   ২০১৮ বিশ্বকাপ নিবে তার দল এই অঙ্গিকার কোচ তিতের। তাছাড়া তিতে আরও বলেছেন যে, রাশিয়া বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের তৈরি করে পেলেছে ছেলেরা এবং পরর্বতী বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে ব্রাজিল।

তিতে বলেছেন,আমি দলে আরও অনেক খেলোয়ার কে সুযোগ  দিতে চাই তবে পারিনা সময়ের জন্য। আমাদের হাতে অনেক মেধাবী খেলোয়ার আছে যারা বিশ্বকাপ খেলার জন্য যোগ্য।

আর আমার হাতে কোনো ক্ষমতা নেই যে  ভবিষ্যত গনার, তবে আমি এটি সহজেই বলতে পারি যে- ব্রাজিল যে ভাবে এখন ফুটবল খেলছে যে কোন দল হোক না কেন, ব্রাজিলকে হারাতে অনেক কষ্টে হবে।