বিশ্বকাপে ব্রাজিলের টিকিট নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিলো আর্জেন্টিনার টিকিট!  আজ (১১-১০-১৭) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামেন ইকোয়েডোর সর্ত একটাই বিশকাপে টিকে ঠাকতে হলে ম্যাচ জিততেই হবে আকাশি সাদার দল আর্জেন্টিনাকে।

শুধু তাই নয় অপর ম্যাচে জয়ী হতে হবে চিলির বিপক্ষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩-১ গোলে আর ব্রাজিল জিতেছে চিলির বিপক্ষে ৩-০ গোলে।

উপভোগ করুন ব্রাজিল বনাম চিলির ম্যাচের হাইলাইটস :

https://youtu.be/gU2AeLkUfDQ