
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট-ইন্ডিজ। চলতি বছরের নম্ভেবরের ৪ তারিখ থেকে শুরু হবে এই সিরিজ।
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি দলঃ
- কার্লোস ব্রাফেট(অধিনায়ক),
- ফ্যাবিয়ান অ্যালেন,
- ড্যারেন ব্রাভো,
- সিমরন হেটমায়ের,
- এভিন লুইস,
- ওবেড ম্যাককয়,
- খারি পিয়েরি,
- কাইরন পোলার্ড,
- রভম্যান পুয়েল,
- দিনেশ রামদিন,
- আন্দ্রে রাসেল,
- সিরফান রাদাফোর্ড,
- ওশানে থমাস।
