আজ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।  টেস্ট সিরিজে বাজে ভাবে হেরে এখন ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ।

তবে এর আগে ২০১৪ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তিন টিতেই হেরে জায় বাংলাদেশ। এবং এটি ছিলো ওয়েস্ট-ইন্ডিজের শেষ সিরিজ জয়। এর ৪ বছর কেটে গেলেও কোন ওয়ানডে সিরিজ জিততে পারবনি তারা।

ওয়েস্ট-ইন্ডিজ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ওয়ানডে ক্রিকেটে তেমন ভাল অবস্থানে নেই। ওয়ানডে রেংকিংয়ে বাংলাদেশ থেকে দুই ধাপ নিচে অবস্থান করছে ওয়েস্ট-ইন্ডিজ। বর্তামানে ৯৩ পয়েন্ট নিয়ে রেংকিংয়ে ৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের। আর ৬৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বর অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

অপরদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ২৮ বারের দেখায় ওয়েস্ট-ইন্ডিজ জিতেছে ২১ টি আর বাংলাদেশ জিতেছে ৭ টি। আর দুই দলের শেষ দেখা হয়েছিলো ২০১৪ সালে। সেই ম্যাচে ৯১ রানে হেরেছিলো বাংলাদেশ।