
বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশের পর কম সমালোচনা হয়নি। যার ফলে শেষ পর্যন্ত জার্সিতে কিছুটা পরিবর্তন আনতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হোম জার্সি সবুজ এবং এওয়ে জার্সি লাল রঙের।
প্রতিটি ম্যাচেই আইসিসির নিয়ম অনুযায়ী হোম ও এওয়ে দল নির্ধারিত হবে। হোম ম্যাচে প্রত্যেক দল মূল জার্সি পড়ে নামবে। বাংলাদেশ তাদের লাল জার্সিটি পরবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ গুলোতে। কারণ সেখানে বাংলাদেশ দলকে এওয়ে দল ধরা হয়েছে।
এদিকে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে লাল জার্সি পরে বাংলাদেশ দল খেলবে বলেই দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে। তবে পাকিস্তানের এওয়ে জার্সির রঙের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
