
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেই ম্যাচে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। কিন্তু ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকেও হেরে যেতে হয় তাদের।
এবার এর কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশি। মূলত বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচটি জয়ের জন্য না খেলে ম্যাচটিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। বেশ কিছু জায়গা যাচাইয়ের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটিতে তারা পরীক্ষা চালিয়েছে। যা ইতিবাচক হিসেবেই দেখছেন জোশি।
তিনি বলেন, ‘এই ম্যাচকে আমরা একটি প্রস্তুতি ম্যাচ হিসেবেই নিয়েছি। তাই আমাদের জানার প্রয়োজন ছিল বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ব্যাটসম্যানের বিপক্ষে আমাদের বোলাররা কীভাবে মানিয়ে নেয়। প্রস্তুতি ম্যাচ বলেই দল নিয়ে পরীক্ষানিরীক্ষা হয়েছে। আমাদের প্রায় সবাই খেলার মধ্যে থেকেছে, এটাই চাইছিলাম আমরা।’
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
