আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৪ই জুন। আর ১৫ই জুলাই ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এ আসরের। আর আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে এবার ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পোল্যান্ডের কোচ এডাম নাওয়ালকা।

আর এই ৩৫ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন নতুন ফুটবলার। আর এই চারজন এখনো জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে নাম লিখতে পারেনি।

পোল্যান্ডের প্রাথমিক স্কোয়াডঃ

গোলরক্ষক : বার্তোজ বিয়ালকোস্কি (ইপসউইচ টাউন), লুকাজ ফ্যাবিয়ানস্কি (সোয়ানসি সিটি), লুকাজ স্কোরুপস্কি (এএস রোমা), ওজসিয়াখ এসচিজনি (জুভেন্টাস)।

ডিফেন্ডোর : জ্যান বেন্ডনারেক (সাউদাম্পটন), বার্তোজ বেরেসজিনস্কি (সাম্পদোরিয়া), থিয়াগো সিওনেক (স্পাল, ইতালি), কামিল গ্লিক (মোনাকো), আর্তার জেদরেজেজিক (লেগিয়া ওয়ারশ), মার্সিন কামিনস্কি (স্টুটগার্ট), টমাস কেদজিওরা (ডায়নামো কিয়েভ), মাইকেল পাদজান (লেগিয়া ওয়ারশ), লুকাজ পিসজজেক (বরুশিয়া ডর্টমুন্ড)।

মিডফিল্ডার : জ্যাকব ব্লাসজিকোস্কি (উলফসবার্গ, জার্মানি), পাওয়েল দাউইদোইকজ (পালের্মো, ইতালি), প্রিমাইসলস ফ্রাঙ্কোসস্কি (জাগিয়েলোনিয়া), জ্যাক গোরালস্কি (লুদোগোরেতস রাজগ্রাড, বুলগেরিয়া), কামিল গ্রোসিকি (হালসিটি), ড্যামিয়ান কাদজিওর (গোরনিক জাবরজে), গ্রেগোরিজ ক্রিচোইয়াক (ওয়েস্ট ব্রমউইচ আলবিওন), রাফাল কুরজাওয়া (গোরনিক জাবরজে), ক্যারোল লিনেত্তি (সাম্পদোরিয়া), মাসিয়েজ মাকুসজেওয়াস্কি (লেচ পোজনান), ক্রিজেস্টফ ম্যাকজিনস্কি (লেগিয়া ওয়ারশ), স্লাওমির পেসজকো (লেখনিয়া গোদানস্ক),ম্যাকিয়েজ রাইবাস (লোকোমোটিভ মস্কো), সেবাস্তিয়ান জিমানস্কি (লেগিয়া ওয়ারশ), পিওতর জিয়েলিনস্কি (ন্যাপোলি), সাইমন জুরোকোস্কি (গোরনিক জাবরজে)।

ফরোয়ার্ড : দাউদ কুয়োনাকি (সাম্পদোরিয়া), রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ), আর্কাদিয়াজ মিলিক (ন্যাপোলি), ক্রিজেস্টফ পাইটেক (ক্র্যাকোভিয়া), লুকাজ টিওডোরজকি (অ্যান্ডালেখট), কামিল উইলজেক (ব্রন্ডবাই)।