
আগামী নম্ভেবার মাসের ৯ তারিখ ওয়েস্ট-ইন্ডিজের শুরু হবে নারী টি২০ বিশ্বকাপ। এই আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ। তাই এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের বাংলাদেশ দল:
- সালমা খাতুন,
- রুমানা আহমেদ,
- জাহানারা আলম,
- ফারজানা হক,
- খাদিজা-তুল-কুবরা,
- ফাহিমা খাতুন,
- আয়েশা রহমান,
- শামীমা সুলতানা,
- নাহিদা আক্তার,
- পান্না ঘোষ,
- রিতু মনি,
- সানজিদা ইসলাম,
- নিগার সুলতানা,
- লতা মন্ডল,
- মোসাম্মদ শারমিন আক্তার সুপ্তা।
স্ট্যান্ডবাই :
- শারমিন সুলতানা,
- সুরাইয়া আজমিন,
- শায়লা শারমিন,
- সুলতানা খাতুন।
