
২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এই বিশ্বকাপের ট্রফি বেরিয়েছে বিশ্ব ভ্রমনে। তাই চলতি মাসের ১৭ তারিখ বাংলাদেশে আসছে এই ট্রফি। মোট সাতদিনের সফরে বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি। দর্শকদের সুযোগ থাকছে ট্রফিটিকে কাছ থেকে দেখার ও ছবি তোলার।
বাংলাদেশে এসে ১৭ থেকে ১৯ শে অক্টোবর পর্যন্ত থাকবে ঢাকায়। এরপর ২০ শে অক্টোবর থাকবে খুলনায়। ২১ শে অক্টোবর সিলেট ভ্রমণ করে ২২ ও ২৩ অক্টোবর চট্টগ্রামে থেকে বাংলাদেশ ছাড়বে ট্রফিটি।
চলতি বছরের ২৭ শে আগষ্ট দুবাই থেকে শুরু হয়েছিলো বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। ট্রফিটি মোট ২০ দেশের ৬০ শহর ঘুরবে। যেসব দেশে ক্রিকেট জনপ্রিয় সেসব দেশে ছাড়াও ক্রিকেট তেমন জনপ্রিয় না সেসব দেশেও ঘুরবে ট্রফিটি। বিশ্বভ্রমণ শেষে ২০১৯ সালের ১৪ই জুলাই লর্ডসে পৌঁছাবে ট্রফিটি।
এক নজরে যেসব দেশে ঘুরবে বিশ্বকাপ ট্রফি :
- ওমান,
- মার্কিন যুক্তরাষ্ট্র,
- ওয়েস্ট ইন্ডিজ,
- শ্রীলঙ্কা,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- নেপাল,
- ভারত,
- নিউজিল্যান্ড,
- অস্ট্রেলিয়া,
- দক্ষিণ আফ্রিকা,
- কেনিয়া,
- রুয়ান্ডা,
- নাইজেরিয়া,
- ফ্রান্স,
- বেলজিয়াম,
- নেদারল্যান্ডস,
- জার্মানি,
- ইংল্যান্ড,
- ওয়েলস।
