২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত৷ এই ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের যাত্রা শুরু হবে। যদিও ৪ জুন, বিরাটদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা তবে এই ম্যাচ কোন ভেন্যুতে হবে তা এখনো জানা যায়নি৷ কলকাতায় আইসিসি-র পাঁচ দিনের চলতি বৈঠকে বিশ্বকাপের সূচি নির্ধারিত হয়৷ যদিও আইসিসি-র তরফে এখনও বিশ্বকাপের সুচি প্রকাশ করা হয়নি৷ সম্ভবত ৩০ এপ্রিল বিশ্বকাপের সূচি প্রকাশ করে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ডের ১২টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে৷