
প্রকাশিত হল ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচী। ৩০শে মে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ম্যাচটি হবে জুনের ২ তারিখে। বিশ্বকাপ শুরু হওয়ার চতুর্থ দিন।
১৯৯২ সালের বিশ্বকাপের ফরমেটে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে টাইগাররা। যার শুরুটা হবে লন্ডনের ওভালে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন, ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিবাহিনী। প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি হবে ৫ জুলাই তারিখে। এরই সাথে প্রথমবারের মত ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে কোন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এর আগে ২০১০ সালে লর্ডসে একটি টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা।
ডাউনলোড করুন আমাদের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ অ্যাপ টি ,
গুগল প্লে ষ্টোর লিঙ্কঃ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ অ্যাপ
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :
২ জুন, ২০১৯, বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল
৫ জুন, ২০১৯, বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল (দিবারাত্রি)
৮ জুন ২০১৯, বনাম ইংল্যান্ড, কার্ডিফ
১১ জুন ২০১৯, বনাম শ্রীলংকা, ব্রিস্টল
১৭ জুন ২০১৯, বনাম ওয়েস্ট ইন্ডিজ, ট্যান্টন
২০ জুন ২০১৯, বনাম অস্ট্রেলিয়া, নটিংহ্যাম
২৪ জুন ২০১৯, বনাম আফগানিস্তান, সাউদাম্পটন
২ জুলাই ২০১৯, ভারত, বার্মিংহাম
৫ জুলাই ২০১৯, বনাম পাকিস্তান, লর্ডস।
এছাড়া ৯ জুলাই ও ১১ জুলাই ওল্ড ট্রাফোর্ড ও এজবাস্টনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল।
