
আমেরিকার যে চারদল সরাসরি বিশ্বকাপ খেলব বিশ্বকাপ বাছাই পর্ব । ল্যাতিন আমেরিকা থেকে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ।
এই অঞ্চল থেকে সরাসরি ৪ দল খেলবে বিশ্বকাপে । ৫ম স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে এশিয়া থেকে প্লে অফে উত্তীর্ন দলটির সাথে । বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাকি আর মাত্র ৪টি ম্যাচ ।
চলুন এক নজরে দেখে আসি কার অবস্থান কোথায় :
১- ব্রাজিল ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট
২- কলম্বিয়া ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট
৩- উরুগুয়ে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট
৪-চিলি ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট
৫- আর্জেন্টিনা ১৪ ম্যাচে ২২ পয়েন্ট
৬- ইকুয়েডর ১৪ ম্যাচে ২০ পয়েন্ট
৭- পেরু ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট
৮- প্যারাগুয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট
৯- বলিভিয়া ১৪ ম্যাচে ১০ পয়েন্ট
১০- ভেনিজুয়েলা ১৪ ম্যাচে ৬ পয়েন্ট
