বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানি ওপেনার ফকর জামান। এর আগে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন ক্যারিবীয় কিংবদন্তী ‘স্যার আইজেক ভিভেন রিচার্ডস’। আজ ফকর জামান এই কিংবদন্তির রেকর্ড ভেঙ্গে দেন। ১৯৮০ সালে মাত্র ২১ ইনিংসেই খেলাই ১০০০ রান পূরণ করেছিলেন ভিভ রিচার্ডস। আজ তার রেকর্ডেটি নিজের করে নেয় ফকর জামান।

ফকর জামান মাত্র ১৮ ইনিংসেই ১০০০ রান পূরণ করে রেকর্ডটি নিজের করে নেন। এই দৌড়ে পেছনে ফেলেন ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জনাথান ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজমের মত ক্রিকেটারদের।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ড গটে তার প্রয়জন ছিল মাত্র ২০ রান। নিজের ইনিংস শুরুর কিছুক্ষণের মধ্যেই এই রেকর্ড নিজের করে নেন ফখর৷ গত শুক্রবারই প্রথম পাকিস্তানি ও ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান ফখর।