অভিষেকের পর ৪র্থ ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পায় পাকিস্তানি ওপেনার ফখর জামান। সেটা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে! সেই ম্যাচে ওপেনিং করতে নেমে ১০৬ বল মোকাবেলা করে ১২ চার এবং ৩ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেললেন এই ওপেনার! তবে ফকর জামানের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে রয়েছে লম্বা এক লড়াইয়ের ইতিহাস। ক্রিকেটার হওয়ার আগে জীবনের তাগিদে যোগ দিয়েছিলেন নৌবাহিনীতে। কিন্তু ক্রিকেটের প্রতি তার ভালোবাসাই ফিরিয়ে আনে ২২ গজে।

পাকিস্তান জাতীয় দলে ২৭ বছর বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফখর জামানের। এই চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল তার অভিষেক ওয়ানডে। তবে আগে ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। তাই একাদশ থেকে আহমেদ শেহজাদ বাদ পড়ায় সুযোগ হয় ফখরের। ওই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩১ রান। তার দলে জায়গা পাকা করতে বেশি সময় লাগেনি। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ৫০ ও ৫৭ রানের দুটি ইনিংস খেলেন তিনি।

যদিও তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টি-টোয়েন্টির মাধ্যমে। ৩০ মার্চ ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় ফকর জামানের।

২০০৭ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন তিনি। ২০১৩ সাল পর্যন্ত এই চাকরি করেন ফকর জামান। কিন্তু তার মন পড়ে আছে ক্রিকেটে। অতঃপর কঠিন সিদ্ধান্ত নিয়ে নৌবাহিনী ছেড়ে ক্রিকেটে ফিরে আসেন ফখর।

ওই বছরই পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে করাচি বুলসের হয়ে তার অভিষেক হয়। কায়েদ-ই-আজম ট্রফিতে মুলতানের বিপক্ষে অভিষেকেই প্রথম ইনিংসে ১১৪ বলে ৭৯ রান আর দ্বিতীয় ইনিংসে ১৮১ বলে করেন ৮৩ রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একদিন জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষারও অবসান হয়।