কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে হ্যাটট্রিক শিরোপা এনে দেয় জিদাব। শিরোপা এনে দেওয়ার মাত্র পাঁচ দিন যেতেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লেন জিনেদিন জিদান।

আজ (বৃহস্পতিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে এক  সংবাদ সম্মেলনে ৪৫ বছর বয়সি জিদান জানান, আগামী মৌসুমে আমি আর রিয়ালের কোচ হিসেবে থাকছিনা। এ কথা বলার সময় জিদানের পাশে ছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও।

২০১৬ সালের জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের কোচের হিসেবে যোগ দিয়েছিলেন জিদান। তার অধীনে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ছাড়াও একটি লা লিগা, একটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল।

সংবাদ সম্মেলনে জিদান যা বলেন- ‘আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি আমি। গতকাল আমি ফ্লোরেন্তিনোর সঙ্গে কথা বলেছিলাম। তাকে আমার চিন্তা ভাবনা, আমার অনুভূতি জানাই। আমি জানি, প্রত্যেকের জন্য এটি বিস্ময়কর এক মুহূর্ত। কিন্তু আমি মনে করি এটিই সঠিক সিদ্ধান্ত।’

এ সময় জিদান আরও বলেন, ‘আমি মনে করি, এই দলকে জয়ের ধারা ধরে রাখতে হবে। কিন্তু আমার মনে হয়, তিন বছর পর একটা পরিবর্তন দরকার, কিছুটা ভিন্ন, একটি ভিন্ন বার্তা, ভিন্নভাবে জিনিসগুলো চলবে।’

‘এ কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাবকে আমি ভালোবাসি এবং ভালোবাসি ক্লাবের সভাপতিকেও, তিনি আমাকে এই বিশাল ক্লাবে নিয়ে এসেছিলেন এবং আমি সব সময় কৃতজ্ঞ থাকব। কিন্তু আমি মনে করি, একটি পরিবর্তন দরকার, তাই আগামী মৌসুমে আমি আর এখানে থাকছি না।’