২০১৯ ক্রিকেট বিশ্বকাপপের বাছাই পর্বে শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে পারেনি ক্রিকেট জিম্বাবুয়ে। তার সুত্র ধরে জাতীয় দলের অধিনায়ক, কোচসহ সাপোর্ট স্টাফ সবাইকেই বরখাস্ত করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব হারিয়েছেন গ্রায়েম ক্রেমার, সেই সাথে গণমাধ্যমে জোর রব উঠেছে ব্রেন্ডন টেলরকে নেতৃত্বে ফিরিয়ে আনার।

চাকরি গেছে গোটা কোচিং স্টাফের। প্রধান কোচ হিথ স্ট্রিক, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, ফিটনেস কোচ শন বেল, অ্যানালিস্ট স্ট্যানলি চিওজা ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যানগোংগোও চাকরি হারিয়েছেন। প্রধান নির্বাচকের পদ হারিয়েছেন টাটেন্ডা টাইবু।

এর সঙ্গে আর্থিক বিষয়ও জড়িত আছে। গেলো ফেব্রুয়ারি মাসে বেতনের মাত্র ৪০ শতাংশ হাতে পেয়েছিলেন জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের কর্মচারীরা। খারাপ পারফরম্যান্স ও আর্থিক ঘাটতি থেকেই এই কড়া সিদ্ধান্ত জেডসির।