
ক্রিকেটের শক্তিশালী দেশ নিউজিল্যান্ডের মাটিতে আজ থেকে পর্দায় উঠেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২তম আসর। উদ্বোধনী এই দিনে দারুন এক জয় পেয়েছে যুব টাইগাররা।
অন্য আরেক ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে জিম্বাবুয়ে। আর এই ম্যাচেই নিউগিনির সাত ব্যাটসম্যান মিলে করে মাত্র ৭ রান!
প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে যুব বলারদের বোলিং তোপে মাত্র ৯৫ রানেই অল আউট হন পাপুয়া নিউগিনি। দলের হয়ে সর্বোচ্চ (২৬) রান করেন মাহুরু। এছাড়া (২৪) রান করেন ওল সাম। নিউগিনির চার ব্যাটসম্যান পেরিয়েছে দুই অংক। বাকি সাত তারকার সম্মিলিত রানই হল সাত। এর মধ্যে চারজন শুন্য, দুই জন তিন রান ও একজন ১ রান সংগ্রহ করেছে।
জবাবে ৩৬ বল বাকি থাকতে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। দলের দুই ব্যাটসম্যান ডলার ৪১ ও মাধেভেরা ৫৩ রান করেন।
