কলকাতার ইডেন গার্ডেনে শত্রু হয়ে ফিরছে গৌতম গম্ভীর। এর আগে কলকাতা নাইট রাইডার্সকে দুইবার আইপিএল শিরোপা এনে দেয় গম্ভীর। তবে আজ তার সাবেক দলের বিপক্ষে মাঠে নামবেন দিল্লী ডেয়ারডেভিলসের জার্সিতে।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৩তম ম্যাচে কলকাতা মুখোমুখি হচ্ছে দিল্লী। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

আজ দু’দলেরই লক্ষ্য থাকবে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয়ার। সেই লক্ষ্য নিয়েই শতভাগ দেয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে দিল্লী এবং কলকাতা।

এদিকে আজকের ম্যাচে কলকাতার তুরুপের তাস হয়ে যেতে পারে ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। কারণ দিল্লীর বিপক্ষে ১১ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন এই ডানহাতি স্পিনার।

অন্যদিকে অসুস্থতা কাটিয়ে আজ দিল্লী শিবিরে ফিরতে পারেন অলরাউন্ডার ক্রিস মরিস। মরিস দলে ফিরলে জায়গা ছাড়তে হতে পারে আরেক অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে।