
আইপিএলের ১১তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে লাগিয়ে খেলছে মোস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ৩টিতেই পরাজিত হয়। আজ বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাংগালুরুর বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। বর্তমানে পয়েণ্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের এই ম্যাচটি তাদের বাঁচা মরার লড়াই।
আর এই ম্যাচ শুরুর আগে কিছু বাংলাদেশি ভক্তদের মনে প্রশ্ন জাগছে মোস্তাফিজ কি থাকবেন আজকের একাদশে?
তবে এমন প্রশ্নটি অধিকাংশ বাংলাদেশি ভক্তদের মনে আসার কথা না। কারণ, মুম্বাইয়ের সেরা বোলার মোস্তাফিজ। ইকোনোমি রেটেও সবচেয়ে ভালো। উইকেটও পাচ্ছেন। কিন্তু তারপরও এই প্রশ্নটি আসার কারণ হলো, একেবারেই শেষ মুহুর্তে গিয়ে পিছিয়ে পড়া। দুটি ম্যাচেই মোস্তাফিজ করেছেন শেষের ওভার। আশা জাগিয়েও জেতাতে পারেনি দুটি ম্যাচ। তাই দুই ম্যাচের শেষ দুই ওভারই চোখে পড়েছে সবার। যার কারণে আগের তিন ওভার মনে রাখছেনা কেউই। এছাড়া অন্যান্যরা যে ২ ওভারে ৩২ কিংবা ৩ ওভারে ৪২ রান দিয়েছে সেগুলো আসছেনা।
তবে টিম ম্যানেজম্যান্ট এবং মাহেলা জয়াবর্ধানের কথাতে স্বস্তি পাওয়ারই কথা। মাহেলা জানিয়েছেন তারা মোস্তাফিজকে আরো সুযোগ দেবেন । সেই ক্ষেত্রে বলা যায় আজকের ম্যাচে মূল একাদশে থাকছেন মোস্তাফিজুর রহমান ।
