জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের দুই ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিং করে আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে মোহাম্মাদ নবি ২৬ বলে করে ৪৫ রান, শেহজাদের ২৮, স্টানিকজাই ২৭ ও নজিবুল্লার ২৪ রানে ভালোই এগুচ্ছিল। কিন্তু শেষ দুই ওভারে মাত্র ৩ রান করে ৫ উইকেট হারায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৮ রান করে তারা।

আফগানিস্তানের শেষ দুই ওভার ছিল এমন w w 1 1 0 w । 0 0 w w 0 1 । জিম্বাবুয়ের হয়ে চাতারা ৩ টি ও জারভিস, মুজারাবানি এবং ক্রেমার ২ টি করে উইকেট নেন।

এরআগে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রশিদ খানের বোলিং তোপে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে আফগানরা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে রশিদ-নবীরা। শেষ ম্যাচ জিতেলেই দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিতে পারবে কাবুলিওয়ালারা।