দক্ষিন আফ্রিকা সিরিজে পেস বলারদের বাজে পারফরমেন্সের কারণে ওয়ালশকে দায়ী করতে নারাজ বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। এই সফরে বাংলাদেশ একমাত্র ‘সফল বোলার’ হিসেবে তাকেই পেয়েছে। সেই রকম ভালো কিছু করতে না পারলেও অন্যরা যখন ব্যর্থ সেই সময়ে রুবেল ছিলো উজ্জ্বল।

কোচের দিক থেকে কোনো ব্যর্থতায় নেই বোলারদের জানিয়ে রুবেল বলেন, ‘ওদিক থেকে আমার কাছে মনে হয় না কোনো সমস্যা হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি, সঠিক ভাবে কাজে লাগাতে পারিনি। আমাদের যেই পরিকল্পনা গুলো ছিলো, ফিল্ড সেট আপ থেকে শুরু করে বোলিং, পরিকল্পনা অনুযায়ী সবকিছু আমার মনে হয় না সে ভাবে করতে পেরেছি।‘

ব্যর্থতার পেছনে রুবেল ধরে নিচ্ছেন খেলোয়াড়দের ভুলকে। তিনি বলেন, ‘হয়ত আমাদের কিছু ভুলের কারণে এমন হয়েছে। নতুন বলে আমাদের দ্রুত উইকেট নেওয়া দরকার ছিলো। এ ধরনের কন্ডিশনে নতুন বলটা খুব ভালোভাবে কাজে লাগাতে হয়। দ্রুত উইকেট নিলে হয়ত আমাদের খুব ভালো সুযোগ থাকত।‘

অনেকের মতে, অভিজ্ঞ কোর্টনি ওয়ালশের বার্তা বুঝতেই পারেনি বাংলাদেশের পেসা বলাররা। তবে এমন দাবি কে না করে দিয়ে রুবেল বলেন, ‘এ ধরনের কোনো কিছুই আমাদের মনে হয় না। কোচের কাছ থেকে আমরা বুঝতে পারছি না, কিংবা এ ধরনের কোনো কিছু নেই। আমাদের যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা অনুযায়ী আমরা বোলিং করতে পারিনি। নতুন বলে দ্রুত উইকেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওটা আমরা পারিনি। ওরা খুবই সহজে রান করে নিতে পেরেছে।‘

রুবেল আরও বলেন, ‘আসলে উইকেট খুবই সুন্দর ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমরা চেয়েছিলাম ভালো জায়গায় বল করার জন্য। কিছু সময় হয়েছে, কিছু সময় হয়নি। ওরা কিছু বল খুব ভালোভাবে পড়তে পেরেছে আমাদের, খুব সুন্দরভাবে রান তুলেছে। তবে অবশ্যই, পেস বোলিংয়ে যারাই খেলছি, আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা সেটা করতে পারিনি।’