
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান তিনি। এই কারণে তিনি ম্যাচে ব্যাট করতে নামতে পারেননি।
ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাকিব আল হাসানকে। তার হাতে কোনও চিড় ধরা পড়েনি। কিন্তু মচকে গেছে। তার আঙুলের যে অবস্থা তাতে তিনি আগামী এক সপ্তাহ আঙুল নাড়াতে পারবেন না।আর খেলতে পারবেন না প্রথম টেস্টেও।
এদিকে সময় টিভির সংবাদ অনুযায়ী চট্টগ্রাম টেস্টে সাকিবের মাঠে নামা অনিশ্চিত হওয়ায় স্কোয়াডে ডাকা হচ্ছে সানজামূল ও তানভীর হায়দারকে!বাঁ হাতের স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে সানজামূল যুক্তিযুক্ত কিন্তু তানভীর হায়দার এর ব্যাপারটি কতটা যুক্তিযুক্ত সেটিই দেখার বিষয়।
