সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে বলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হয় ৪ জন বোলারকে, যাদের সবাই স্পিনার। এদের মধ্যে একজন আছে সঞ্জিদ সাহাও। জাতীয় পর্যায়ে দাপটের সাথে খেলে যান এই তরুণ। প্রতিভাবান এই স্পিনারকে বাংলাদেশ জাতীয় দলে আগামী দিনের স্পিন-কান্ডারি হিসেবে ভেব থাকেন অনেকেই।

তরুণ স্পিনার সঞ্জিত সাহার মাত্র একটি ডেলিভারিতেই সমস্যা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ।

সঞ্জিত সম্পর্কে নাসির আহমেদ বলেন, ‘জাতীয় দলের কোচদের সাথে ওর বিষয়ে আমার কথা হয়েছে । ওরা আমাকে বলেছে, ওর বোলিংয়ে তেমন সন্দেহজনক কিছু আছে বলে মনে হচ্ছে না। অনুর্ধ্ব-১৯ দলে থাকার সময় একবার বলিং অ্যাকশনের অভিযুক্ত হয়েছিল। তখন সে আইসিসির পরীক্ষায় পাশ করেই এসেছিল। ’

সঞ্জিতের সম্পূর্ণ বোলিংয়ে ত্রুটি নেই । সমস্যা ধরা পড়ছে শুধু একটি অ্যাকশনেই। নাসির আরও জানান, ‘সঞ্জিতের সব বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ নেই। ও সোজা ধরনের একটা বল করে থাকে। সেটা করার সময়ই সম্ভবত কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকা হয়। ’