আরব আমিরাতে ওসমান খানের ভয়ঙ্কর স্পেলে ১০৩ রানে গুটিয়  গেলো শ্রীলঙ্কা। গত দেড় দশকে এমন স্পেল ক্রিকেট বিশ্ব দেখেছে মাত্র দুটি। তবে সবছেয়ে মজার ব্যপার হলো ১৭ বলের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে লঙ্কানদেরকে ওয়ানডের সবচেয়ে কম রানে গুটিয়ে দেয়ার পথটা পরিস্কার করে ফেলেছিলেন একাই ওসমান খানে।

লঙ্কানদের এই পরিণতির মূলে যে ওসমান খান, তা নিশ্চয় বলে দেয়ার দরকার নেই। গত দেড় দশকে এ রকম ভয়নাক পেস বোলিং স্পেল বিশ্ব কমই দেখেছে।

সেই শ্রীলংকারর দেওয়া ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে জয় পেল পাকিস্তান। পাকিস্তানের সংগ্রহ ১০৫/১